
ফিলিস্তিনিতে বর্বর গণহত্যার প্রতিবাদ সহস্রাধিক স্কুল শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।
শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বলাখাল বাজারস্থ বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে গাঁজাতে গণহত্যার নিন্দা ও হত্যা বন্ধে স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন।
আধা ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম মীর, সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন, বেগম নূরে হাসনা, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. ইলিয়াস হোসেন, সহস্রাধিক শিক্ষার্থী।