ঢাকারবিবার , ৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বাবুগঞ্জে জেলের জালে ১০ কেজি ওজনের হাঙর

বরিশাল প্রতিনিধি
মে ৪, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে জেলেদের জালে আটকা পড়েছে ১০ কেজি ওজনের একটি হাঙর।

রোববার (৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাটে জেলে পল্লী এলাকায় প্রায় তিন ফুট লম্বা হাঙরটি নিয়ে আসা হয়।

জেলেরা জানান, রোববার সকালে সুগন্ধা নদীতে ইলিশ মাছ ধরার জাল ফেললে স্থানীয় জেলে পল্লীর চুন্নু মাঝির জালে ঘণ্টাখানেক পরেই প্রায় ১০ কেজি ওজনের হাঙরটি আটকা পড়ে। হাঙরটি এ মৌসুমের বাচ্চা বলে ধারণা করছেন স্থানীয়রা।

তবে হাঙরটি কি করা হবে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
হাঙরটি দেখেছেন এমন একজন ব্যবসায়ী মজিবর রহমান। তিনি জানান, জেলেরা সবাই নিশ্চিত ছিল এটি হাঙর। তবে তিনি মোবাইল ফোনে ছবি তুলে গুগলের লেন্সের সহায়তায় এটি যে হাঙর তা নিশ্চিত হয়েছেন। স্থানীয় যেই হাঙর ধরার খবর পেয়েছেন সেই দেখতে ছুটে গেছেন।


সংবাদটি শেয়ার করুন....