ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি
মে ৯, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি সামসুদ্দিন সাগরকে গ্রেপ্তার করেছে মনপুরা থানা পুলিশ।
শুক্রবার (০৯ মে) ভোর রাত উপজেলা ছাত্রলীগ সভাপতি সামসুদ্দিন সাগরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবিরের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে ‘পুলিশের উপর হামলা মামলায়’ গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মনপুরা উপজেলার ছাত্রলীগের সভাপতি গ্রেফতার হওয়ার পর বেড়ি আসে নানা অপকর্মের তথ্য। ক্ষমতায় থাকা অবস্থায় মনপুরা সরকারি কলেজের ছাত্রদল সদস্য সচিব মোঃ মেহেদী হাসান কিরনের উপর হাজির হাট বাজারে প্রকাশ্যে তার হোটেলের ভিতরে ব্যাপক নির্যাতন করেন। এবং তাকে হসপিটালে চিকিৎসা নিতেও বাঁধা প্রদান করেন।
এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলা সভাপতি মোঃ সামছুদ্দিন সাগরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধের অভিযোগ আসছে। আমরা তাকে ইতিপূর্বেও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। কিন্তু তাকে আটক করতে পারিনি। গতরাত ভোরে অপারেশন ডেভিল হান্টের আওতায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এবং তাকে ‘পুলিশের উপর হামলা মামলায়’ গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তবে পরিবারের দাবি, শামসুদ্দিন সাগর চার বছর আগে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার নামে থানায় কোনো মামলা নেই।


সংবাদটি শেয়ার করুন....