ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

জার্মানিতে ইসরাইলবিরোধী মনোভাব বাড়ছে: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
মে ১০, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছর পর জার্মানদের মধ্যে দেশটির প্রতি সমালোচনামূলক মনোভাব বাড়ছে বলে জানিয়েছে একটি জরিপ। শুক্রবার (৯ মে) জার্মানভিত্তিক গবেষণা সংস্থা বার্টেলসমান ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছরে ইসরাইল সম্পর্কে জার্মান জনমনে উল্লেখযোগ্য মনোভাবগত পরিবর্তন এসেছে। ২০২১ সালে যেখানে ৪৬ শতাংশ জার্মান নাগরিক ইসরাইল সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতেন, সেখানে ২০২৫ সালে এ সংখ্যা নেমে এসেছে ৩৬ শতাংশে। অন্যদিকে ৩৮ শতাংশ ইসরাইলকে নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জার্মান সরকার ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি হামলার প্রেক্ষিতে অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছে। ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে দেশজুড়ে বিক্ষোভ চলছে।

বিভিন্ন মতামত জরিপে দেখা গেছে, অধিকাংশ জার্মান নাগরিক গাজায় ইসরাইলের এই প্রাণঘাতী সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন....