ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বেনাপোল সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুইজন আটক

বেনাপোল প্রতিনিধি
মে ১০, ২০২৫ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে পৌঁছালে ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া পোস্টের বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে।

আটকৃতরা হলো- পাবনা জেলার গয়েশপুর উপজেলার জামালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) ও পাবনা সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টে কর্তব্যরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জেলেপাড়া নামক স্থান থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

তিনি আরও জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ৫ বছর আগে ভারতে প্রবেশ করেছিল। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।


সংবাদটি শেয়ার করুন....