ঢাকারবিবার , ১১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

দুই মায়ের সঙ্গে ছবি পোস্ট করে বাবাকে ধন্যবাদ দিলেন সালমান

বিনোদন ডেস্ক
মে ১১, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বলিউড সুপারস্টার সালমান খান শুধু রুপালি পর্দার নয়, কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। বক্স অফিস মাতানোর পাশাপাশি তিনি একজন পারিবারিক মানুষ হিসেবেও পরিচিত। তার প্রিয়জনদের প্রতি ভালোবাসা প্রকাশে কখনো কার্পণ্য করেন না।

মা দিবস উপলক্ষে সালমান খান তার দুই মা-সালমা খান ও হেলেনকে উদ্দেশ করে একটি আবেগঘন শুভেচ্ছা বার্তা। সেই সঙ্গে বাবাকেও দিয়েছেন ধন্যবাদ।

ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘বিশ্বের সেরা দুই মাকে দেওয়ার জন্য ধন্যবাদ বাবা। আমার জীবনের সবচেয়ে সুন্দর দুই নারীকে মা দিবসের শুভেচ্ছা।’

তার এই ছোট্ট বার্তায় স্পষ্ট সালমান খানের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা, যা তিনি তাঁর মায়েদের প্রতি বহন করেন। সালমান সবসময়ই সালমা খান ও হেলেনের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত এবং তিনি তাদের প্রতি তার অগাধ ভালোবাসা বিভিন্ন সময় প্রকাশ করে এসেছেন।

এদিকে, ঈদের মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা ‘সিকান্দার’। এই সিনেমা দিয়ে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেন নি ভাইজান। এরপর শোনা যাচ্ছেন দক্ষিণী নির্মাতার সঙ্গে জুটি বাধতে চলেছেন তিনি। আপাতত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীতে বড় পর্দায় কী নিয়ে হাজির হবেন বলিউডের ভাইজান।


সংবাদটি শেয়ার করুন....