ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ফ্যাসিবাদী মূর্তি অপসারণে আলটিমেটাম

রাঙামাটি প্রতিনিধি
মে ১৪, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রাঙামাটিতে শেখ মুজিবের ভাস্কর্যসহ ফ্যাসিবাদের মূর্তি অপসারণের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। মঙ্গলবার দাবিটি জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ আলটিমেটাম দেন তারা।

এ সময় ছাত্র-জনতার নেতা মো. ইরফানুল হক, সর্বজিত চাকমা, ইমাম হোসেন ইমু, হারুন ইবনে আবদুল খালেদ, তানিম ইবনে ইমাম, সায়েদা খাতুন, মো. আব্দুল্লাহ, মো. আলা উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে তারা বলেন, সারা দেশে শেখ মুজিবের ভাস্কর্যসহ সব ফ্যাসিবাদ স্থাপনা ভেঙে ফেলা হলেও রাঙামাটির সদর উপজেলা পরিষদ কমপে্লক্স সংলগ্ন শেখ মুজিবের ভাস্কর্যটি ভাঙা হয়নি। আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। আওয়ামী লীগ নিষদ্ধি হয়েছে। কিন্তু এরপরও শেখ মুজিবের ভাস্কর্যসহ ফ্যাসিবাদের মূর্তি দণ্ডায়মান রয়ে গেছে খোদ রাঙামাটি শহরে। রাঙামাটিতে শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণে দুর্নীতি করে যারা কোটি টাকা হাতিয়ে নিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করে শাসি্তর আওতায় আনতে হবে।


সংবাদটি শেয়ার করুন....