ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ওভারটেক করতে গিয়ে বাস খাদে

ফরিদপুর প্রতিনিধি
মে ২০, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ফরিদপুরের ভাঙ্গায় ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ দুর্ঘটনার জেরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পটুয়াখালীর আব্দুর রশিদের ছেলে মো. সজিব (২৫), বরগুনার আমতলী উপজেলার পূর্বটিলা গ্রামের সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২) ও গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ শেখের মেয়ে খাদিজা আক্তার (২৩)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইকরা পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে ২০ জনের মতো আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিক-হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ করেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


সংবাদটি শেয়ার করুন....