
মনপুরা বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম চৌধুরীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম চৌধুরী সকাল আট ঘটিকায় বার্ধক্য জনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
বাদ যোহর উপজেলার চৌমুহনী বাজারের জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়ার সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় । মনপুরার পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয় । গার্ড অব অনার শেষে মনপুরা উপজেলার নির্বাহী অফিসার লিখন বনিক বলেন,এই বীর মুক্তিযুদ্ধার মৃত্যুতে আমরা শোকাহত আমরা আমাদের একজন সূর্য সন্তানকে হারিয়েছি। আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ”
মৃত্যুকালে বীর মুক্তিযুদ্ধা আবদুল হালিম চৌধুরীর বয়স হয়েছে (৯৫) বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন রেখে জান। এসময় জনাযায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার আলহাজ সামছুদ্দিন বাচ্ছু চৌধুরীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতব্বর। মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম (নোয়াব) মাস্টার প্রমুখ।