ঢাকাবুধবার , ৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত, ইরানের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
জুন ৪, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

যেকোনো শত্রুর ষড়যন্ত্র ও কৌশলগত ভুলের মুখে ইরান সব সময়, সব স্তরের হুমকির মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

বুধবার ইমাম খোমেনির ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি এ হুঁশিয়ারি দেয়।

বিবৃতিতে বলা হয়, ‘ইরান নিঃসন্দেহে সব ধরনের দুঃসময়, সমস্যা, চাপ ও নিষেধাজ্ঞা অতিক্রম করে তার পথ চলা অব্যাহত রাখবে এবং সম্মান ও মহত্ত্বের চূড়ায় পৌঁছাবে। যদি দেশটি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশনাকে আন্তরিকভাবে অনুসরণ করে’।

ইরানের সশস্ত্র বাহিনীকে ‘শক্তিশালী, সক্ষম, সাহসী ও বীরত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, ‘আল্লাহর ওপর ভরসা করে এবং কমান্ডার-ইন-চিফের (সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ নেতার) দূরদর্শী ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে পরিচালিত ইরানের সশস্ত্র বাহিনী জাতির পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে’।

ইরানের সশস্ত্র বাহিনী জানায়, ইসলামী বিপ্লবের শত্রুদের সব ধরনের অপতৎপরতা ও গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের ‘শয়তানী ষড়যন্ত্র’ বা কৌশলগত ভুলের তাৎক্ষণিক জবাব দেওয়ার জন্য বাহিনী সদা প্রস্তুত।

এ বিবৃতির মাধ্যমে ইরান মূলত তাদের অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক শত্রুদের প্রতি একটি কড়া বার্তা পাঠালো। সূত্র: মেহের নিউজ


সংবাদটি শেয়ার করুন....