
ভোলার মনপুরায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি স্বামী- স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭টার দিকে ২নং হাজিরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড চৌধুরী বাজার মমতাজ ভিলা’র সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো মনপুরা ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মোঃ জেবল হক এর ছেলে নাসিম (৩০) ও ১ নং মনপুরা ইউনিয়ন এর মোঃ আবু তাহের এর মেয়ে তাসলিমা বেগম (২৮) । বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনী মনপুরা ক্যাম্পের লে: কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম।
নাসিম ও তাসলিমা দুই জন স্বামী স্ত্রী।তাহারা চট্টগ্রাম থেকে নোয়াখালী হাতিয়া চেয়ারম্যন ঘাট হয়ে স্প্রিট বোর্ড যোগে রামনেওয়াজ ঘাট এ পৌছায় । এর পর ২ নং হাজীরহাট ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড চৌধুরী বাজার মমতাজ ভিলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ক্যাম্পের লে: কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম সাংবাদিকদের কে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে নৌবাহিনী কন্টিনজেন্টসহ মনপুরা ০৬ সদস্যবিশিষ্ট ০১ টি সেকশন ও মনপুরা থানা পুলিশের ০১ জন মহিলা পুলিশ সদস্যসহ মোট ০৭ জন পুলিশ সদস্য দ্বারা একটি যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয় । এর পর মনপুরা ২ নং হাজীরহাট ইউনিয়ন এর চৌধুরী বাজার এলাকার ১ নং ওয়ার্ড মমতাজ ভিলার সামনে থেকে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে আটক করা হয় । এসময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬ শত ১৫ টাকা উদ্ধার করা হয়। তাদেরকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, নৌ-বাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয় । নাসিম এবং তাসলিমা দুইজন স্বামী স্ত্রী। বৃহস্পতিবার তাদেরকে নৌ- ক্যাম্প থেকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।