
ঈদের আগের দিন ময়মনসিংহের তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়ক এবং সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কে এ দুটি ঘটনা ঘটে। এ দুটি ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি এলাকায় পৌঁছতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী বাবা-ছেলে নিহত হন। এ সময় আহত আরও ১২ জনকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় গ্রামের মো. পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে মো. হাসান মিয়া (৮)।
এছাড়াও সকাল সাড়ে ৮টার দিকে একই উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক সড়কের মুজাহিরদী নামক স্থানে ট্রাকের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি টিপু সুলতান।