ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

রূপনগরে ব্যবসায়ী হত্যা: গ্রেপ্তার আবু সাঈদ কারাগারে

নিজস্ব প্রতিবেদন
জুন ১১, ২০২৫ ৫:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় কাঁচামাল ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলায় রিমান্ড শেষে আসামি আবু সাঈদ মোড়লকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত তাকে কারাগারে পাঠানো এ আদেশ দেন।

আজ মঙ্গলবার আদালতের রূপনগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহাদাৎ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গত ৭ জুন আসামি আবু সাঈদ মোড়ল গ্রেপ্তার হন।পরদিন ৮ জুন আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৯ জুন তাকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক হোসেন আলী। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহ আলম পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। গত ২০ মার্চ ঘটনার দিন তিনি রূপনগর থানাধীন মিল্কভিটার দক্ষিণ পার্শ্বে ফুটপাতে তরমুজ বিক্রি করছিলেন। গ্রেপ্তার আসামিসহ এজাহারনামীয় বাকি আসামিরা ওইদিন শাহ আলমের এক বন্ধু রায়হানের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকেন।

এক পর্যায়ে রায়হানকে টানা হেঁচড়া করে নিয়ে যাওয়ার সময় নিহত শাহ আলম গ্রেপ্তার সাঈদ মোড়লসহ অন্য আসামিদের বাধা দেন।
এতে তারা ক্ষিপ্ত হয়ে শাহ আলমকে চারিদিক থেকে ঘিরে ধরে এলোপাতাড়ি মাধর করেন। পরে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী লাবনী আক্তার ওই দিনই রূপনগর থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।


সংবাদটি শেয়ার করুন....