ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

নদীর পানিতে ডুবে প্রাণ গেল ব্র্যাক বিশ্ববিদ্যালয় ছাত্রের

টাঙ্গাইল প্রতিনিধি
জুন ১১, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মোস্তফা শাহরিয়ার নেহাল (২২) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা শহরের হাটবৈরাণ কুমারপাড়া চিতাঘাটসংলগ্ন বৈরাণ নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নেহাল ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামের বাসিন্দা এবং ঢাকা ওয়াসার কর্মচারী আব্দুল লতিফের ছেলে। তিনি ঢাকার রামপুরায় থাকতেন।

জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সকালে গোপালপুরে মামাতো বোনের বিয়ের দাওয়াত খেতে আসেন নেহাল। তার মামাতো ভাই জিসানের সঙ্গে দুপুরে তিনি নদীতে গোসল করতে নামেন। পরে নদীর স্রোতে দুজনই নিখোঁজ হন।

প্রথমে স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর জিসানকে জীবিত উদ্ধার করেন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নেহালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঞা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....