
গাইতে গাইতে মঞ্চে বহুরকম ঘটনাই ঘটে পপস্টারদের সঙ্গে। কারণ এখনকার পপস্টারেরা মঞ্চে শুধু গানই গান না, হেলে দুলে নেচে পারফরমও করেন সমানতালে। আর সেই পারফরমার যদি হন বিয়ন্সে, তাহলে তো কথাই নেই। দর্শকরা পাগল হয়ে থাকেন এই গায়িকার পারফরম্যান্স দেখার জন্য।
তবে সম্প্রতি পারফরম করতে গিয়ে একটু লজ্জার মুখেই পড়তে হয়েছিল বিয়ন্সেকে। গাইতে গাইতে মঞ্চে প্যান্ট খুলে গেল এ গায়িকার। যদিও খুব চালাকির সঙ্গে বিষয়টি সামলে নিয়েছেন এ বিশ্বসেরা পপতারকা। নাচতে নাচতে এক পা মঞ্চে ফেলে দাঁড়িয়ে পড়লেন বিয়ন্সে।
পা ফেলার সময় বিয়ন্সের পরনের সোনালি প্যান্টটি খুলে মঞ্চে পড়ে যায়। বিয়ন্সের পিছনে তখনও নৃত্যশিল্পীরা পারফর্ম করে চলেছেন। ভরা মঞ্চে পারফর্ম্যান্সের মাঝে এমন ঘটনা ঘটলে সাধারণত অপ্রস্তুত হয়ে যাওয়ার কথা সবারই। বিয়ন্সেও অপ্রস্তুত হয়ে পড়েছিলেন।
কিন্তু তা চোখেমুখে ধরা পড়েনি এ গায়িকার। বরং দারুণ কায়দায় নিজেকে সামলে নিয়ে বেশ চতুরতার সঙ্গে প্যান্টটি তুললেন।
বিয়ন্সের এই বুদ্ধিমত্তায় দর্শকরাও অভিভূত। শিস বাজিয়ে বিয়ন্সেকে বাহবা জানালেন তারা। কোমরের কাছে প্যান্টটি ধরে দাঁড়াতেই একজন নৃত্যশিল্পী এসে তা পরিয়ে দিলেন। ততক্ষণে মাইক তুলে গান গাইতে শুরু করে দিয়েছেন বিয়ন্সে।
ভিডিও থেকে জানা গিয়েছে যে, সপ্তাহখানেক আগে এই ঘটনাটি লন্ডনের একটি স্টেডিয়ামে ঘটেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করতে শুরু করেছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে ‘কাউবয় কার্টার’ নামের একটি কনসার্ট ট্যুরে বেরিয়েছেন বিয়ন্সে। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সেই কনসার্ট ট্যুর শুরু হয়েছিল। ২৬ জুলাই আমেরিকার নেভাদার প্যারাডাইস -এ অনুষ্ঠান হয়ে বিয়ন্সের এই ট্যুর শেষ হওয়ার কথা রয়েছে।