ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মিয়ানমারে পাচারকালে সার ও এনার্জি ড্রিংক্সসহ আটক ৬

কক্সবাজার প্রতিনিধি
জুন ১৪, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংক্সসহ ছয়জনকে আটক করেছে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন করিমুল্লাহর ছেলে মোহাম্মদ নূর (৩৫), জাহেদ হোসেনের ছেলে মো. তারেক (১৭), আবু তাহেরের ছেলে মো. আরাফাত (১৯), মো. আলীর ছেলে মো. ফারুক (২১), আব্দুর রশিদের ছেলে মো. সাদ্দাম, (২০), সের আলীর ছেলে মো. আমিন (২৮)। আটককৃতরা সকলেই কক্সবাজারের মহেশখালী থানার বাসিন্দা।

শনিবার (১৪ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মে শুক্রবার দুপুরে কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে সাত লাখ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিস রয়েল টাইগারসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা সকলেই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত সার ও এনার্জি ড্রিংক্স কক্সবাজার কাস্টমস এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....