ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র ‘হাজ কাসেম’ দিয়ে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
জুন ১৫, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ইসরাইলে চালানো হামলায় নতুন ধরনের নির্দেশনাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান। শনিবার রাতভর হামলার সময় ইসরাইলে ‘হাজ কাসেম’ নামের গাইডেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের রাষ্ট্র-সমর্থিত সংবাদ সংস্থা ফার্স।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ ইরানি টেলিভিশনে বলেন, এই নতুন ক্ষেপণাস্ত্র মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং ইসরাইলের অন্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে পাশ কাটাতে সক্ষম।

বার্তা সংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী- এই ক্ষেপণাস্ত্রটি ‘সলিড ফুয়েল’চালিত।

ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১২০০ কিলোমিটার।এটি ‘ম্যানুভারেবল ওয়ারহেড’ দিয়ে সজ্জিত, যা মিসাইল ডিফেন্স সিস্টেম ভেদ করতে পারে। এতে উন্নত নেভিগেশন সিস্টেম রয়েছে, যা সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইলেকট্রনিক যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে কাসেম সোলেইমানির নামে।

উল্লেখ্য, কাসেম সোলাইমানি ছিলেন ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান। ২০২০ সালে ইরাকে এক মার্কিন হামলায় তিনি নিহত হন।


সংবাদটি শেয়ার করুন....