ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

তজুমদ্দিনে ঈদের ছুটিতে ক্লিনিকি খোলা ৫টি নরমাল ডেলিভারী করায় স্বাস্থ্যকর্মিরা।

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা)
জুন ১৬, ২০২৫ ৬:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পুরো পৃথিবীর মানুষের মাঝে যখন উৎসবের আমেজ। পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ পরিবার-পরিজনের কাছে ছুটি উপভোগে ব্যস্ত। ঠিক এমন সময়েও নিরলসভাবে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো খোলা রেখে সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মিরা। চিকিৎসাসেবার মাধ্যমেই যেন তারা ঈদ আনন্দ খুঁজে পান।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০দিন সরকারি ও বেসরকারি সকল দপ্তরের ছুটির মধ্যেও এসব সেবা অব্যাহত থাকে পরিবার পরিকল্পনা বিভাগের। তজুমদ্দিন উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা, নবজাতক শিশু এবং সাধারণ রোগীদের। ঈদুল আযহার ছুটি চলাকালীন সময়ে চাঁদপুর সদর ক্লিনিক, শম্ভুপুর ক্লিনিক এবং শম্ভুপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলিতে গর্ভকালীনসেবা, প্রসবসেবা, প্রসবোত্তরসেবা ও জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সেবা প্রদান করেন এসব প্রতিষ্ঠানে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা ও মিডওয়াইফ কর্মিরা। ঈদের ছুটিতে তারা ২০জন গর্ভবতীকে গর্ভকালীন সেবা দেন, ৫টি নরমাল ডেলিভারী করান, ৯টি প্রসবোত্তর সেবা ও জন্ম নিয়ন্ত্রণসহ সাধারণ রোগীদের জরুরী সেবা প্রদান করেন।
স্থানীয়রা জানান, ঈদের মতো সময়ে এমন জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। অনেকেই বলেন, অন্য দপ্তর যখন বন্ধ, তখন এই স্বাস্থ্যসেবা খোলা থাকায় আমরা অভিভূত। সরকার এবং পরিবার পরিকল্পনা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানাই।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, ঈদের সময় হলেও আমাদের সেবার চাকা থেমে থাকতে পারে না। মা ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রতিটি কেন্দ্র চালু রেখেছি। স্বাস্থ্যকর্মীরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করায়েছি। তিনি আরো বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সাধারণ ছুটিকালীন সময়ে তজুমদ্দিন উপজেলায় আমরা বিশেষ সেবা চালু রাখি। যাতে গর্ভবতী মায়েদের বড় ধরনের সমস্যায় পড়তে না হয়।


সংবাদটি শেয়ার করুন....