
ভোলায় মাছ শিকার শেষে র্তীরে এসে মেঘনা নদীতে পরে মো: মহিউদ্দিন (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবদীন এর ছেলে।
শুক্রবার দুপুর ১২ টার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের শাহাবুদ্দিন মাঝির নেতৃত্বে একটি ট্রলার নিয়ে আরো ৭ জেলেসহ মনপুরা মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। নদীতে শিকার করা মাছ নিয়ে শুক্রবার সকাল ৮ টার দিকে দক্ষিণ সাকুচিয়ার আলমপুর রাস্তার মাথা নামক এলাকার মেঘনা নদীর এসে র্তীরে নৌঙর করে ট্রলারটি। পরে সব জেলে নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন উঠেনি। সে পরে আসবে বলে সঙ্গী জেলেদের বলেন। এরপর সঙ্গী জেলে ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে দুপুর ১২ টার দিকে ওই স্থানে এক জেলে ঠেকি জাল দিয়ে মাছ শিকার এর সময় তার জালে ওই লাশ উঠে আসে।
নৌকার মালিক শাহাবুদ্দিন মাঝি জানান, সকাল ৮ টায় মাছ শিকার করে আলমপুর সংলগ্ন ঘাটে নৌকা নোঙ্গর করে রাখি। আমারা নেমে পড়ি। একপর্যায়ে নিহত জেলে মহিউদ্দিন নৌকা থেকে নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে দুপুর ১২ টায় একইস্থানে লাশ পাই। পরে পুলিশ এসে আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আইনিপ্রক্রিয়া শেষে জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি ( অপমৃত্যু) মামলা করা হয়েছে।