
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) সকাল ১১ টার দিকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোসানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আবু তাহের মাষ্টার। বিএনপি নেতা আব্দুল মন্নান। চার আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ। হোসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী, পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প কিছুই নাই। আজকে যারা বিদায় নিচ্ছো, তোমরা কলেজে দুই বছর যা শিক্ষা অর্জন করেছো, সেগুলো ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে হবে। এই পরীক্ষার ফলাফল তোমাদের জীবনের গতিপথ নির্ধারণ করবে। তাই পরীক্ষায় কোন অসদুপায় অবলম্বন করবে না, সময়ানুবর্তিতা মেনে চলবে, ভালো পরীক্ষা দেয়ার চেষ্টা করবে। আমরা চাই তোমাদের ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়ে অত্র কলেজটি সুনাম বৃদ্ধি পাবে।
পরিশেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা দক্ষিণ আইচা থানা চরমানিকা জামায়েত ইসলামের আমির মওলানা মহিউদ্দিন বশার।