
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। তেহরানের নীতি পরিবর্তন না হলে ইরানে শাসনকাঠামো বদলে ফেলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।
এদিকে সিনএনএন জানিয়েছে, নেদারল্যান্ডসের দি হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে আজ সোমবার রওনা দেওয়ার কথা ছিল ট্রাম্পের। তবে তিনি যাত্রা একদিন পিছিয়েছেন।