
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহত হয়েছেন বহু মানুষ। এরই মধ্যে আহতদের অনেককে নেওয়া হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ দেশের মানুষ। এরই মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে ফিরিয়ে আনার আহ্বান জানালেন অভিনেত্রী নিপুণ। কিন্তু কেন?
বিমান দুর্ঘটনায় সক্রিয় উদ্ধারকারী ও চিকিৎসকরা। তারকারা ফেসবুকে। উদ্ধারকর্ম, রক্তদান ও সচেতনামূলক পোস্ট দিচ্ছেন তারা। এরকম সময়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে কাজে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী নিপুণ আক্তার। সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্লিজ ওনাকে বাচ্চাগুলোর জন্য হইলেও কাজে ফিরিয়ে নিয়ে আসেন!’
অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন, যিনি ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ২০১৮ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের টেকনোক্রাট কোটায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।
মনে করিয়ে দেওয়া যেতে পারে, ডাঃ সামন্ত লাল সেন বাংলাদেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসার পথিকৃৎ ও একজন পুরোধা ব্যক্তি। তিনি ১৯৭৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ১৯৮০ সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ‘ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি’ ডিগ্রি অর্জন করেন এবং পরে জার্মানি ও ইংল্যান্ড থেকেও সার্জারি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
গত ১০ জানুয়ারি সিলেট হয়ে যুক্তরাজ্য যেতে চেয়ে বিমানবন্দরে আটক হয়েছিলেন অভিনেত্রী নিপুণ। পরে তাকে বাড়ি ফিরে যাওয়ার সুযোগ দেয় পুলিশ। সে ঘটনার পর নিশ্চুপ ছিলেন এই অভিনেত্রী। দেশের বেশ কিছু ক্রান্তিকালেও চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনায় সরব হলেন নিপুণ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে করা একটি হত্যা মামলার অন্যতম আসামি করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে। তবে তাকে গ্রেফতার করা হয়নি।
