ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

রাকিবুল হাসান,মনপুরা ভোলা
জুলাই ২৩, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ সালের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ ২৮জন মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্ব মূলক পুরস্কার নগদ অর্থ সাটিফিকেট ও ক্রেষ্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১ টায় মনপুরা সরকারি কলেজ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দূর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
মনপুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান’র সভাপতিত্ব উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর চন্দ্র নন্দী ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি ও বিশেষ অতিথি হিসেবে ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণবশত তাহারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মাহবুব আলম শাহীন, মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওলানা আমিনুল ইসলাম জসিম, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন,সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান সহ উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সাকুচিয়া কারামাতিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল হক আব্বাসী।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....