ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

বিদেশ থেকে এসে রাজনীতি নিয়ন্ত্রণ করতে চান তারা

অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিশ্বে অনির্বাচিত কারও দ্বারা সংবিধান সংশোধনের নজির নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদ বলেছেন, ‘বিদেশ থেকে কিছু আঁতেল এসে দেশের রাজনীতির গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করতে চান।’ গতকাল দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইইবি) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাফিজ বলেন, ‘সংস্কার একটাই হওয়া উচিত তা হলো তত্ত্বাবধায়ক সরকার। সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে ভোটের জন্য কেউ জীবন দেয়নি।
শুধু শুধু আমেরিকা-ইউরোপের আইডিয়া দিয়া লাভ কী? মানুষ তার প্রতিনিধি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়।’ তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব।

নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ আসবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না।’ অনুষ্ঠানের আয়োজক সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দীন তালুকদারের সভাপতিত্বে প্রকৌশলী কে এম আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগরী উত্তর বিএনপি সভাপতি আমিনুল হক প্রমুখ বক্তৃতা করেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।


সংবাদটি শেয়ার করুন....