
ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের দাবী আদায়ের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ভোলার মনপুরায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষকরা। উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারিরা দাবি আদায়ের লক্ষ্যে এ বিক্ষোভ ও মানববন্ধন করে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মনপুরা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসময় তারা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে। মানববন্ধনে এমপিওভুক্ত শিক্ষকদের সাথে সকল বৈষম্য দুর করে ন্যায্য দাবীগুলো মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান শিক্ষকরা। পাশাপাশি ঢাকায় এমপিওভুক্ত শিক্ষকদের দাবী আদায়ের আন্দোলনে পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানান তারা।
মানবন্ধন শেষে শিক্ষকদের সাথে সতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। তিনি শিক্ষকদের সমস্যা, দাবী-দাওয়া ও শিক্ষার সার্বিক মানোন্নয়নে পরামর্শ গ্রহন করেন। এবং সরকারের উচ্চপর্যায়ে শিক্ষকদের কথা তুলে ধরার আশ্বাস দেন।
এসময় শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মনপুরা ফাজিল/ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আমীমুল ইহসান জসিম, মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুল আলম শাহীন, উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সামসুদ্দিন।
মতবিনিময় সভায় সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।