ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করলেন পেরুর প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

পেরুর প্রেসিডেন্ট হোসে জেরি মঙ্গলবার রাজধানী লিমা এবং পার্শ্ববর্তী কলিয়াও প্রদেশে ৩০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী বাড়তে থাকা অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন তিনি।

এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এখন আত্মরক্ষার অবস্থা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছি অপরাধের বিরুদ্ধে। এই লড়াই আমাদের শান্তি, স্থিতি এবং লাখ লাখ পেরুবাসীর বিশ্বাস পুনরুদ্ধারে সহায়তা করবে।’

এই মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে ক্ষমতা থেকে অপসারণের পর হোসে জেরি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এরপর তিনি একটি নতুন মন্ত্রিসভা গঠন করেন এবং অপরাধ দমনকে তার সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেন।

এক সপ্তাহ আগে হওয়া বিক্ষোভের পর এই ঘোষণা দেওয়া হলো। ওই বিক্ষোভে এক ব্যক্তি নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়।

জেরি জানান, এই জরুরি অবস্থার আওতায় মধ্যরাতের পর থেকে সেনাবাহিনী ও পুলিশ একযোগে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবে। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল জেরির প্রথম বড় ধরনের সামাজিক চাপের মুখোমুখি হওয়া। নাগরিক সমাজ এবং ‘জেনারেশন জি’-এর তরুণদের আহ্বানে বিক্ষোভে অংশগ্রহণকারীরা অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের দাবি জানান।

উল্লেখযোগ্যভাবে, এই প্রথমবার নয় যে পেরু সরকার অপরাধ দমনে জরুরি অবস্থা জারি করেছে। এর আগে, সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে গত মার্চে একই ধরনের ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

সূত্র : রয়টার্স


সংবাদটি শেয়ার করুন....