ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় কোস্ট’র সিপিসিআরবি প্রকল্প সমাপনী শিক্ষণ ও মতবিনিময়

রাকিবুল হাসান,মনপুরা(ভোলা)প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় কোস্ট ফাউন্ডেশন’র সিপিসিআরবি প্রকল্প সমাপনী স্টেকহোল্ডারদের সাথে শিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্টার্ট নেটওয়ার্ক’র সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই প্রকল্প সমাপনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোস্ট ফাউন্ডেশন’র প্রকল্প সহকারি পরিচালক রাশিদা বেগম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, মনপুরা প্রেসক্লাব সাধারন সম্পাদক সীমান্ত হেলাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কোস্ট ফাউন্ডেশন’র উপজেলা কর্মকর্তা মোঃ ইউনুছ।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফ হোসেন, এলজিইডি সহকারি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, চর ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী, দক্ষিন সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিক্রম চন্দ্র দাস।

তথ্য মতে, স্টার্ট নেটওয়ার্ক’র সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশন বাস্তবায়িত সিপিসিআরবি প্রকল্পের মাধ্যমে মনপুরায় প্রায় ১০ টি সাঁকো’র স্থলে ১০ টি কাঠের ব্রীজ নির্মান, ২০ টি স্কুল কাম সাইক্লোন সেল্টার মেরামত, ৮ টি সাইক্লোন সেল্টারের ছাদ সংস্কার, ৯ টি সেল্টারে ওয়াশরুম মেরামত, ১৮ টি সোলার সেট ও ৪০ টিরও বেশি সেন্টারে ওয়াশরুম সরঞ্জাম দেয়া হয়েছে। এছাড়াও দুর্যোগকালিন সময়ে ব্যবহারের জন্য ভলেনটিয়ারদের ক্যাপ, রেইনকোট, বেস্ট, লাইট, বাশি দেওয়া হয়েছে। পাশাপাশি সেল্টারগুলোতে ১ টি করে রোগীবহনকারি স্ট্র্যাচার ও ফাস্টএইড বক্স দেয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, চরফৈজুদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা সিহাব উদ্দিন, প্রেসক্লাব সহ সভাপতি মোঃ শহীদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস, হাজীর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....