
সুখবর দিলেন দক্ষিণি তারকা রাম চরণ। ফের বাবা হতে চলেছেন তিনি। যদিও একটা সময় অভিনেতার স্ত্রী উপাসনা জানিয়েছিলেন, তাদের সন্তান নেওয়ার সময় নেই।
বিয়ের ১০ বছরের মাথায় কন্যাসন্তানের বাবা-মা হয়েছিলেন রাম চরণ ও তার স্ত্রী উপাসনা।
মেয়ের নাম রেখেছেন ক্লিন কারা কোনিডেলা। মেয়ের দু’বছর হতে না হতেই ফের সুখবর দিলেন তারকাদম্পতি।
সরাসরি না বললেও অভিনেতার স্ত্রী সোশ্যালে লেখেন, ‘এ বছরের দীপাবলিতে আমরা দ্বিগুণ খুশি। ভালোবাসা দ্বিগুণ।
কৃতজ্ঞ বোধ করছি। খুব শীঘ্রই নতুন একটা শুরু করতে চলেছি।’
অভিনেতাপত্নীর এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে সবাই কানাঘুষো শুরু করছেন তাহলে দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে, তাদের ঘরে নাকি জমজ সন্তান আসতে চলেছে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
