
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না।
শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শনিবার (২৫ অক্টোবর) তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, সন্তানদের রক্তে লেখা অঙ্গীকার পূরণ করতে হবে আমাদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন কোনোভাবে ফিরতে না পারে। তাদের পুনরুত্থানের সব পথ রুদ্ধ করতে হবে।
তিনি বলেন, আমি কখনো সংগ্রামের পথ থেকে পিছিয়ে যায়নি। আমাকে নির্বাসনে যেতে হয়েছে। আয়নাঘর আর কারাগারে নির্যাতন করা হয়েছে আমাকে। তবুও আমি সংগ্রামের পথে অটুট ছিলাম।
আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে বিএনপির এ নেতা বলেন, এক সময় আমি এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভাই পিজি হাসপাতালের প্রিজন সেলে ছিলাম। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে আমাদের রাখা হয়েছিল। আমরা একে অপরকে দেখতে পেতাম সেখানে। তিনি তখন অনশন করছিলেন। আমি তাকে অনুরোধ করেছিলাম, ‘আপনি যদি মারা যান, শেখ হাসিনা খুশি হবে—দয়া করে অনশন ভঙ্গ করুন।’ পরে কয়েকজন প্রবীণ নেতা গিয়ে ছয়-সাত দিন পর মাহমুদ ভাইয়ের অনশন ভঙ্গ করান।
তিনি বলেন, আজ আমরা ছাত্র আন্দোলনের রক্তঝরা দিনগুলোর কথা মনে করেছি, গৌরবময় ইতিহাস স্মরণ করেছি। সেই সংগ্রামী অতীতই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার প্রেরণা হবে।
 
        
 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                                 
                                 
                                 
                                