
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। তার ভক্ত-অনুরাগীদের মাঝে ভালোলাগা-মন্দলাগা জানিয়ে দেন অভিনেত্রী। এবার তিশা জানালেন, নিজেকে শুধু ছোটপর্দা কিংবা ওটিটি সিরিজের মধ্যে কোনো সীমাবদ্ধতা রাখতে চান না। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার বর্তমান ব্যস্ততা ও অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।
তানজিন তিশা বলেন, আমি কখনো বলছি না— আমি নাটক করব না কিংবা ওটিটি সিরিজ করব না। তিনি বলেন, আমি একজন অভিনেত্রী। আমার যদি গল্প ভালো লাগে, আমার যদি অভিনয় করার জায়গা থাকে, সেটি যে কোনো কিছু হতে পারে। সেটি যদি মঞ্চনাটকও হয়, যেটি আমি কখনোই করিনি, আমি সেটিও করব।
একটি খুব ভালো এবং বড় প্রজেক্টের জন্য তার এই বিরতি প্রয়োজন ছিল বলে জানান তানজিন তিশা। তিনি বলেন, আমার মনে হয়েছে খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন; সে জন্য আমি বিরতি নিয়েছি; তাই আমি অনেক দিন কাজ করিনি। সেটি এমন না যে আমি সাইন করে বসে তারপর আমি কাজ করিনি।
অভিনেত্রী বলেন, একটা ভালো কাজ করতে যাচ্ছি, বড় কাজ। আমি অনেক অনেক বেশি এক্সাইটেড। আমি আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই বলে জানান তিশা।
তিনি বলেন, ভালো কাজ দিয়েই তো এখানে দাঁড়িয়ে আছি। ভালো কাজ ছাড়া লাইফে কিছু নেই। তাই ভালো কাজ দিয়েই বেঁচে থাকতে চাই। আর বাকিটা বলতে চাই, কাজ যখন সাকসেসফুলি শেষ হবে।
