ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

নতুন লুকে প্রিয়াঙ্কা : হলুদ শাড়ি কানে দুল মাথায় খোঁপা

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

অনেক দিন পর রুপালি পর্দায় ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাকে দেখা যাবে দক্ষিণি নির্মাতা এস এস রাজমৌলির নতুন সিনেমা ‘গ্লোবট্রোটর’-এ। সম্প্রতি এ সিনেমায় প্রিয়াঙ্কার লুকও প্রকাশ্যে এসেছে।

সামাজিকমাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করেন রাজমৌলি। যেখানে ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা নজর কেড়েছেন পুরো ভারতীয় আবহে। তার পরনে হলুদ শাড়ি, কানে দুল এবং মাথায় রয়েছে খোঁপা। আর হাতে দেখা যাচ্ছে পিস্তল। হলুদ শাড়ি এবং হাতে পিস্তলের এই লুক মুহূর্তেই সামাজিকমাধ্যমে ঝড় তোলে।

‘গ্লোবট্রোটর’ হ্যাশট্যাগ দিয়ে পোস্টারটি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেও। ক্যাপশনে তিনি লিখেছেন, তাকে খালি চোখে যেমন দেখাচ্ছে, তার চেয়েও সে বেশি কিছু… মান্দাকিনীকে স্বাগত জানান।

মন্তব্যঘরে অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। একজন লিখেছেন, প্রিয়াঙ্কাকে মান্দাকিনীরূপে পেশ করা সেরা উপায়। অন্য একজন লিখেছেন, মান্দাকিনী তো একেবারে বিধ্বংসী, কী দারুণ প্রত্যাবর্তন। প্রিয়াঙ্কা চোপড়া, পুরো বিষয়টি ভীষণ আকর্ষণীয় হতে চলেছে।

প্রসঙ্গত, রাজমৌলির এই সিনেমায় মহেশ বাবুকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। তার সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপড়া। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারণ।

প্রিয়াঙ্কার আগে, নির্মাতারা পৃথ্বীরাজ সুকুমারণের লুক প্রকাশ করেছিলেন। সিনেমায় তাকে কুম্ভের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তার লুক থেকে বোঝা যায় যে তিনি শারীরিকভাবে অক্ষম, কিন্তু তার মন তীক্ষ্ন। তিনি চারটি হাতবিশিষ্ট একটি চেয়ারে বসে আছেন। তবে ‘গ্লোবট্রোটর’ সিনেমাটির মুক্তি কবে, তা এখনও চূড়ান্ত হয়নি।


সংবাদটি শেয়ার করুন....