
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিনেও মাঠের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি বাংলাদেশের দখলে। প্রথম ইনিংসে বিশাল লিড নেওয়ার পর আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বোলারদের দুর্দান্ত প্রদর্শনীতে ম্যাচ এখন একপেশে। চতুর্থ দিনের শেষ সেশন শেষে আইরিশরা ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৮৬ রান। এখনও তারা পিছিয়ে আছে ২১৫ রানে, ইনিংস হার এড়াতে লড়ছে মরিয়া হয়ে।
নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ গড়েছিল রানের পাহাড়। মাহমুদুল হাসান জয় (১৭১), নাজমুল হোসেন শান্ত (১০০), মুমিনুল হক (৮২) ও লিটন দাসের (৬০) দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে টাইগাররা। আইরিশ বোলারদের মধ্যে ম্যাথিউ হামফ্রিস একাই তুলে নেন ৫ উইকেট, তবে বাংলাদেশকে থামানোর উপায় খুঁজে পাননি কেউই।
এর আগে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৮৬ রানে। পল স্টার্লিং (৬০), কেড কারমাইকেল (৫৯) ও কার্টিস ক্যাম্ফার (৪৪) কিছুটা লড়াই করলেও বাংলাদেশের স্পিনাররা ছিলেন অপ্রতিরোধ্য। মেহেদী হাসান মিরাজ ৩টি, হাসান মুরাদ ২টি ও তাইজুল ইসলাম ২টি উইকেট শিকার করেন। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ পায় ৩০১ রানের বিশাল লিড।
দ্বিতীয় ইনিংসে নেমে আবারও ধস নামে আয়ারল্যান্ডের টপ অর্ডারে। পল স্টার্লিং ৪৩ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। নাহিদ রানা, তাইজুল ইসলাম ও হাসান মুরাদ মিলে ইতিমধ্যেই তুলে নিয়েছেন ৪টি উইকেট। মুরাদ নিয়েছেন ২ উইকেট, তাইজুল ও রানা একটি করে।
দিনের শেষ দিকে আলো কমে এলে খেলা গুটিয়ে নেওয়া হয় নির্ধারিত সময়ের কিছু আগেই। স্টাম্পসের সময় আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। উইকেটে ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন (৪*) ও ম্যাথিউ হামফ্রিস (০*)।
ইনিংস হার এড়াতে আয়ারল্যান্ডের দরকার অন্তত আরও ২১৫ রান, হাতে বাকি ৫ উইকেট। অন্যদিকে, বাংলাদেশ চতুর্থ দিনের প্রথম সেশনেই চাইবে বাকি ৫ উইকেট তুলে নিতে।
বাংলাদেশের চোখ এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার দিকে, আর আইরিশদের একমাত্র লক্ষ্য আরও কিছুক্ষণ ক্রিজে টিকে থেকে লজ্জার ইনিংস পরাজয় ঠেকানো।
