
নেত্রকোনার দুর্গাপুরে নাশকতা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বিকালে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া, শাহ আলম।
দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তারা। এর মধ্যে ৬ জনকে গ্রেফতার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চারদিকে আমাদের পুলিশি নজরদারি রয়েছে। আশা করছি দুর্গাপুরে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না।
