ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ডেনমার্কের রাষ্ট্রদূত হওয়ার বিষয়ে যা জানালেন ঢাবি উপাচার্য

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খান এমন একটি সংবাদ গতকাল থেকে সামাজিক মাধ্যমে আলোচনায় থাকলেও এই বিষয়ে এখন পর্যন্ত কোন প্রস্তাবনা পান নি ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান । বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমার কাছে এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাবনা আসেনি। যদি আসে আমি বিবেচনা করে দেখব।

তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি নির্দিষ্ট একটা ক্রান্তিকালীন সময়ে। আমি আমার দায়িত্ব পালনের মাধ্যমে একটা উদাহরণ সেট করার চেষ্টা করেছি যেন পরবর্তী যারা আসবে তাদের বলতে পারি আপনার এবার সামনে এগিয়ে নিয়ে যান। আর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব যেহেতু নিয়েছি বিশ্ববিদ্যালয়কে কোন সংকটময় অবস্থায় ফেলে আমি চলে যাব না।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ তিন সহযোগীকেও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব চলছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। তারা হলেন এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং তার বোন হুসনা সিদ্দিকী।

ড. নিয়াজ আহমেদ খানের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে বাকি তিনজনকে নিয়ে আলোচনা এখনো প্রাথমিক ধাপে রয়েছে এবং এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ফাইলওয়ার্ক শুরু হয়নি।


সংবাদটি শেয়ার করুন....