
বিয়ানীবাজারে একটি রক্তদান কর্মসূচি আয়োজনের সময় আয়োজকরা রাজনৈতিক ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়েছেন।
২৮ জানুয়ারি, ২০২৩ তারিখে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মানুষের মাঝে রক্তদানের গুরুত্ব তুলে ধরা। কর্মসূচির স্লোগান ছিল “তুচ্ছ নয় রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ”। অনেক কিশোর-কিশোরী এই উদ্যোগে স্বপ্রণোদিতভাবে অংশ নেয়।
আয়োজকরা জানান, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে যথাযথ অনুমতি নিয়েছিলেন। তবে নিয়ম মেনে সবকিছু করার পরও স্থানীয় রাজনৈতিক নেতা গউস ঘটনাস্থলে এসে কর্মসূচির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, আয়োজকরা আওয়ামী লীগের নেতাদের অবহিত না করায় তারা কর্মসূচি চালাতে পারবেন না। আয়োজকরা তাকে জানান যে, তাদের সকল প্রয়োজনীয় অনুমতি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও গউস এবং তার সহযোগীরা আক্রমণাত্মক পরিস্থিতি সৃষ্টি করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, গউস ও তার সহযোগীরা আয়োজকদের উপর আক্রমণ করে ও শারীরিক ভাবে লাঞ্চিত করে। কয়েকজন স্বেচ্ছাসেবক নিজেদের রক্ষা করার চেষ্টা করলে তারা আহত হন।
আয়োজকরা জানান, হুমকি সত্ত্বেও তারা তাদের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবেন এবং এই ঘটনার ন্যায় বিচার চাইবেন। স্থানীয়রা এই ধরনের সামাজিক কাজে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে কথা বলেছেন এবং সামাজিক কর্মকান্ডে নিয়োজিত কর্মীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন।