ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

কোক স্টুডিও বাংলায় রুনা লায়লার কালজয়ী গান

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার দীর্ঘ ৬০ বছরের গৌরবময় সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু ও ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান উপহার দিয়েছেন। তার কালজয়ী গানগুলোর মধ্যে অন্যতম ‘দমা দম মাস্ত কালান্দার’। অবশেষে জানা গেল, এই গানটি নতুন সংগীতায়োজনে আসছে কোক স্টুডিও বাংলায়। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।
কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল—এই মৌসুমে গান গাইবেন রুনা লায়লা। যদিও কোক স্টুডিও কর্তৃপক্ষ শুরু থেকেই এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। গত বছর শিল্পী নিজেই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও গানটি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ নভেম্বর গানটির টিজার প্রকাশ করা হয় এবং জানানো হয় বুধবার সন্ধ্যায় পুরো গানটি আসছে।

জানা যায়, গানটির রেকর্ডিং বেশ আগেই সম্পন্ন হয়েছিল। তবে কোক স্টুডিও বাংলার কার্যক্রম প্রায় এক বছর স্থগিত থাকায় প্রকাশে বিলম্ব হয়েছে। দুই বছর আগে কলকাতায় এক ঘরোয়া অনুষ্ঠানে রুনা লায়লা কোক স্টুডিওর টিমের সঙ্গে এই গান পরিবেশন করেছিলেন। সেই আয়োজনে উপস্থিত ছিলেন কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব, সুরকার শুভেন্দু দাস শুভসহ অনেকে।

উল্লেখ্য, আগামীকাল রুনা লায়লার জন্মদিন। ধারণা করা হচ্ছে, কিংবদন্তি এই শিল্পীকে শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনের ঠিক আগের দিন বিশেষ এই গানটি প্রকাশ করছে কোক স্টুডিও বাংলা। এটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের অষ্টম গান। এর আগে সবশেষ গত ২৪ অক্টোবর প্ল্যাটফর্মটিতে ‘ক্যাফে’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছিল।


সংবাদটি শেয়ার করুন....