ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

আদালতের গ্রেপ্তারি পরোয়ানা; মেহজাবীন বলছেন, ভিত্তিহীন মামলা

বিনোদন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা এক মামলায় মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ঢাকার আদালত থেকে। তার প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।

মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় মেহজাবীন ও তাঁর ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা হক তানিয়া।

মামলার বাদী আমিরুল ইসলাম জানান, ৩ নভেম্বর অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইয়ের আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তার–সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় মেহজাবীনের। সেই সূত্রে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে যুক্ত হতে ২৭ লাখ টাকা দেন তিনি। এরপর মেহজাবীন ও তাঁর ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম শুরুর উদ্যোগ নেননি। ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী বিভিন্ন সময় টাকা চাইতে গেলে—আজ দিব, কাল দিব বলে সময় পার করে আসছেন।

বাদীর অভিযোগ, এ বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও আলিসান ১৬ মার্চ বাদীকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলেন। সেখানে গেলে মেহজাবীন ও তাঁর ভাইসহ আরও অজ্ঞাতনামা ৪–৫ জন অকথ্য ভাষায় গালাগালি করেন তাঁকে, মেরে ফেলার হুমকিও দেন। তখন বাদী বিষয়টি সমাধানের জন্য ভাটারা থানায় গেলে পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। তখন তিনি আদালতে মামলা করেন।

বিষয়টি আইনিভাবে মোকাবিলা করবেন জানিয়ে তিনি লিখেছেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতিমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন, যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে!’

এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমি আমার সহকর্মী গণমাধ্যমকর্মীদের অনুরোধ করছি, ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করবেন না। এবং আমার সব শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও পরিচিতজনকে বলব, আপনাদের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।’


সংবাদটি শেয়ার করুন....