ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষক হেনস্তার ঘটনায় টঙ্গীর তামীরুল মিল্লাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুর প্রতি‌নি‌ধি
নভেম্বর ১৯, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

শিক্ষক হেনস্তার ঘটনায় গাজীপুরের টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মাদরাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধ্যক্ষ মো. হেফজুর রহমান সমকালকে বলেন, মঙ্গলবার চার দফা দাবিতে শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। সড়ক থেকে শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করেন শিক্ষকরা। এসময় শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালান। এতে পাঁচজন শিক্ষক আহত হন। পরে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার ছাত্র সংসদের অনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষকদের প্রায় নয় ঘণ্টা অবরুদ্ধ করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন। বিকেল পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু থেকে কামিল পর্যন্ত সব পাঠদান কার্যক্রম এবং আলিম দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে নির্ধারিত অন্যান্য কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....