ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

আয়োজন দেখে মুশফিক অবসর নিচ্ছেন ভেবেছিলেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত তিনি। বাংলাদেশও ৪ উইকেটে ২৯২ রান তুলে ভালো অবস্থানে আছে।

বুধবার মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মুশফিককে সংবর্ধনা দিতে নানা আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মুশফিকের শততম টেস্টে দেশের প্রথম টেস্ট ক্যাপ পাওয়া ক্রিকেটার আকরাম খান উপস্থিত ছিলেন। মুশফিকের প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার মাঠে ছিলেন।

টেস্টে দেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন মিরপুর স্টেডিয়ামে। এছাড়া মুশফিকের পরিবার মাঠে উপস্থিত হয়েছিল। তার বাবা-মা এবং স্ত্রী-সন্তান এসেছিলেন হোম অব ক্রিকেটে।

বিসিবির এসব আয়োজন দেখে টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের মনে হয়েছিল, মুশফিকের বিষয়টি অবসরের দিকে যাচ্ছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এভাবেই রসিকতা করেছেন তিনি, ‘একটা সময় মনে হচ্ছিল, এটা (মুশফিক ভাইয়ের সংবর্ধনা দেওয়ার বিষয়টি) রিটায়ারমেন্টের দিকে যাচ্ছে। পরে দেখি না, শততম ম্যাচ সেলিব্রেশন হচ্ছে। বাইরের দেশে তো অবসরে গেলে এমন আয়োজন হয়।


সংবাদটি শেয়ার করুন....