ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ

মনপুরা (ভোলা) প্রতিনিধি।।দ্য স্টার নিউজ
অক্টোবর ১৮, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

“শুধু নেতা নয় ,নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমোনাই “এই প্রতিপাদ্যে আলোকে কয়েকটি দাবি নিয়ে গণসমাবেশ করেছে মনপুরা উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া কোড়ালিয়া বাজারে এই গন-সমাবেশ অনুষ্ঠিত হয়।

“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে- গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ন্যায় বিচার, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা মুহাম্মাদ মাকসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ এসিস্টেন্ট সেক্রেটারী ও ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ সভাপতি মাও মোঃ আব্বাস উদ্দিন ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতী এনায়েতুল্লাহ নূরনবী ।

সমাবেশে বক্তারা বলেন, শুধু নেতার পরিবর্তন করলে হবে না সাথে নীতির সংষ্কার করতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট বন্ধ করতে হবে। দেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঘরে ঘরে পীর সাহেব চরমোনাই’র আহ্বান পৌঁছাতে হবে। সকল ষড়যন্ত্রকারীদের বিষয়ে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা সেক্রেটারী হাফেজ মোঃইউনুছ , ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা জয়েন্ট সেক্রেটারী ডাঃ মোঃ ইব্রাহীম খলিল,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওঃ আঃ হালিম সহ অনান্য নেতৃবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন....