ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির জরুরি সভায় যোগ দেবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
অক্টোবর ১৫, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

স্টার নিউজ ডেস্ক: ফিলিস্তিন ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি সভায় যোগ দেবে বাংলাদেশ।

রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রী।

 

পররাষ্ট্রমন্ত্রী জানান, আমরা ওআইসির মিটিংয়ে যাচ্ছি। সেটাতে আমরা যোগ দেব বলে তিনি (রাষ্ট্রদূত) আসছেন আলোচনা করতে। সৌদি প্রিন্স আমাদের দাওয়াত দিয়েছেন ওআইসির পক্ষ থেকে। আমরা সেখানে যাব ১৮ অক্টোবর।

 

ফিলিস্তিন ইস্যুতে মোমেন বলেন, আমাদের যে অবস্থান, সেটাতেই আছি। আমরা চাই, নির্যাতন বন্ধ হোক। পানি ওষুধ, খাবার বন্ধ করা গ্রহণযোগ্য নয়, এগুলো মানবতা লঙ্ঘন।

 

ইসরায়েল-ফিলিস্তিনের সমাধান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মনে করি, দুটি আলাদা রাষ্ট্রই এর সমাধান, যেটা জাতিসংঘ রেজল্যুশন ২৪২ ও ৩৩৮ এর মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। আমরা চাই না, আরও রিফিউজি বাড়ুক। যদি তারা অন্য কোনো জায়গায় গিয়ে রিফিউজি হয়, এটা দুনিয়ার জন্য খুব দুঃখজনক হবে। আমরা সব দলকে বলি পদক্ষেপ নেওয়ার জন্য।

 

শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ফিলিস্তিন ইস্যুতে সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের জেদ্দায় উপস্থিত থাকার অনুরোধ জানায় ওআইসি।


সংবাদটি শেয়ার করুন....