ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

মনপুরায় তিনটি দোকানের ঝাপ কেটে দুর্ধর্ষ চুরি

মনপুরা (ভোলা) প্রতিনিধি।।দ্য স্টার নিউজ
অক্টোবর ২৪, ২০২৪ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ভোলার মনপুরায় তিনটি দোকানের ঝাপের টিন কেটে দুর্ধর্ষ চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। এসময় চোররা দোকানগুলোতে ঢুকে তিনটি ব্যাটারী, নগদ অর্থ ও মালামাল চুরি করে নিয়ে যায়।

বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা পরিষদের পেছনে অবস্থিত দুইটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলো, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ ইলিয়াসের কম্পিটারের দোকান। এবং মোঃ জাকিরের চায়ের দোকান।

এব্যাপারে চুরি হওয়া কম্পিউটার দোকানের মালিক মোঃ শাহাবুদ্দিন ও ইলিয়াছ জানান, আমরা বুধবার দিবাগত রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে স্থানীয়দের ফোন পেয়ে জানতে পারি আমাদের দোকান চুরি হয়েছে। এসে দেখি আমাদের দোকানের ঝাপের টিন কেটে দুটি আইপিএস ব্যাটারী চুরি করে নিয়ে গেছে। এবং ক্যাশবাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায় চোরেরা।

পাশাপাশি চুরি হওয়া চায়ের দোকান মালিক জাকির জানান, আমার দোকানের বেড়ার টিন কেটে একটি ব্যাটারি, ৪০ হাজার টাকার দেশি-বিদেশি সিগারেট ও ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায় চোরেরা।

উক্ত ঘটনায় মনপুরা থানায় অভিযোগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির জানান, তিনটি দোকান চুরির ব্যাপারে আমাকে জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....