
‘জি লে জারা’ সিনেমার নাম প্রকাশের পর কেটে গেছে চার বছর। প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে নিয়ে নারীকেন্দ্রিক বন্ধুত্বের গল্পের সিনেমাটির শুটিং শুরুর কথা ছিল ২০২৩ সালে। কিন্তু নানা জটিলতার কারণে তা বারবার স্থগিত হয়। অনেকেই ভেবেছিলেন ছবিটি আর তৈরিই হবে না। কিন্তু চার বছর পর সিনেমাটি নিয়ে আশার বাণী শোনালেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার।
ডেকান ক্রোনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান বলেন, ‘সত্যি বলতে, এই সিনেমার নাম ভূমিকায় যে তিনজন অভিনেত্রী আছেন তাদের সিডিউল মেলানো ছিল অত্যন্ত কঠিন। তবে এখন সব ঝামেলা মিটে গেছে। আমরা শিগগিরই শুরু করব।’
ফারহানের কথায়, “আমার ‘তুফান’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এরপরই ‘জি লে জারা’ পরিচালনার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শুটিংয়ের তারিখ বারবার পেছাতে থাকে। ‘জি লে জারা’ সিনেমার জন্য এই দুই বছরে আমাকে অনেক কাজের অফার ফিরিয়ে দিতে হয়েছে, কারণ পরিচালনা করতে হলে একাগ্র হতে হয়। আমি আমার জায়গায় সেটা ছিলাম।”
প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট মা হওয়ার পর তারা সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচার হয়েছে। কিন্তু ফারহানের সর্বশেষ ঘোষণায় জানা গেল, এগুলো সবই গুজব। প্রিয়াঙ্কা, আলিয়া ও ক্যাটরিনাই রয়েছেন ছবিতে।
ফারহানের ভাষ্য, “শুটিংয়ের তারিখ বারবার বদলাতে থাকায় আমি ভীষণ চাপের মধ্যে ছিলাম। বুঝতে না বুঝতেই দুই-দেড় বছর চলে গেল। মনে হচ্ছিল আমি সময় নষ্ট করছি। অবশেষে কাজটি শুরু করতে পারছি বলে ভালো লাগছে।’
প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বরে একটি বৃষ্টির রাতে মুম্বাইয়ে বসেই এই সিনেমাটির ধারণা মাথায় আসে প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউডে এ ধরণের সিনেমা কম হওয়ায় তিনি নতুন ধরনের নারী-কেন্দ্রিক বন্ধুত্বের গল্প করতে চেয়েছিলেন। ফলে আকস্মিকভাবে ফোন করেন তার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া ও ক্যাটরিনাকে। সেখান থেকেই তৈরি হয় ‘জিলে জারা’র ধারণা। এরপর ২০২১ সালে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা করেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার।
ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘১২০ বাহাদুর’ বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে ‘জি লে জারা’ নিয়ে নতুন ঘোষণা আবারও ভক্তদের মধ্যে প্রত্যাশা বাড়িয়েছে। সূত্র: আউটলুক ইন্ডিয়া
