ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

সামরিক বাজেট ৩ গুণ বাড়ানোর পরিকল্পনায় ইরান

অনলাইন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ৫:০১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ইরান তার সামরিক বাজেট তিনগুণ বৃদ্ধি করার পরিকল্পনা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। ইসরায়েলের সাথে উত্তেজনা বৃদ্ধি এবং গাজা ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মোহাজেরানি জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে দেশের প্রতিরক্ষা খাতে ২০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই প্রস্তাব সংসদে অনুমোদনের জন্য পেশ করা হবে এবং ২০২৫ সালের মার্চে চূড়ান্ত অনুমোদন আসবে বলে আশা করা হচ্ছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে, ২০২৩ সালে ইরানের সামরিক বাজেট ছিল প্রায় ১০.৩ বিলিয়ন ডলার। অন্যদিকে ২০২২ সালে বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী এই খাতে ইরানের ব্যয় ছিল ৬.৮৫ বিলিয়ন ডলার।
এদিকে, গত শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ইলাম, খুজেস্তান এবং তেহরানে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে চারজন ইরানি সেনাকে হত্যা করেছে। এই আক্রমণের প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা সমস্ত উপলভ্য উপায় ব্যবহার করে জবাব দেবে। যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে, ইরান যদি আরও আক্রমণাত্মক পদক্ষেপ নেয় তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে।
সূত্র- আলজাজিরা ।


সংবাদটি শেয়ার করুন....