ঢাকাবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

চোখে ব্যথা পেয়ে হাসপাতালে ভর্তি পরীমণির ছেলে

বিনোদন ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সিনেমার বাইরেও সন্তানদের নিয়েই ব্যস্ততা পরীর। তবে ভালো নেই পরীমণির ছেলে পুণ্য। হাসপাতালে অভিনেত্রী ছেলে। নায়িকা নিজেই জানালেন সে খবর।পুণ্যের চোখ ফুলে বন্ধ হয়ে গেছে, চোখের ওপরটা লাল হয়ে আছে। ছেলে পুণ্যের এমনই একটি ছবি বুধবার (৩০ অক্টোবর) রাতে ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। এর বেশি বিস্তারিত কোনো তথ্য দেননি। এই মুহূর্তের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে নায়িকার সন্তান। পরীমণির ছেলের বয়স দুই বছর। দিন কয়েক আগেই ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। সেসব ছবিও সামাজিক মাধ্যমেও ভাগ করে নিয়েছিলেন তিনি। তারপর নায়িকা নিজের জন্মদিনও উদযাপন করেন দুই ছেলেমেয়েকে নিয়ে। এর মাঝেই হঠাৎ হাসপাতালে অভিনেত্রীর ছেলে। কিন্তু কী কারণে হাসপাতালে ভর্তি পুণ্য সেটা খোলসা করেননি অভিনেত্রী। উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। পরে ২০২২ সালের ২২ জানুয়ারি তাদের পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়। আর ১০ আগস্ট তাদের ঘরে আসে একমাত্র ছেলে পুণ্য। গতবছর শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই পরী তার দুই সন্তানকে নিয়ে ব্যস্ত। অভিনয় এবুং সন্তান একাই সামলান এই অভিনেত্রী।


সংবাদটি শেয়ার করুন....