
ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা তার ইনস্টাগ্রাম পেজে নতুনরূপে আবির্ভূত হয়েছেন।
আগে সেখানে স্বামী শোয়েব মালিকের সঙ্গে ছবি থাকলেও এখন প্রোফাইল পিকচারে শুধু সানিয়া মির্জার সবুজ স্যুট পরা হাস্যোজ্জ্বল ছবি সোভা পাচ্ছে।
ভারতীয় মেয়েদের খেলাধুলার জগতের আইকন ও জীবন্ত কিংবদন্তি হিসেবে মনে করা হয় সানিয়া মির্জাকে।
টেনিসকে বিদায় জানানো ৩৬ বছর বয়সি ক্রীড়াবিদ ঝলমলে পোশাক পরা ছবিটি গত বৃহস্পতিবার পোস্ট করেন। খবর জিওটিভির।
গত ফেব্রুয়ারি মাসে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন এ টেনিস তারকা। পরে ছেলে ইজহান মালিককে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে উড়ে যান সানিয়া।