ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

খোঁজ নেওয়ার জন্য সবাইকে মেহজাবীনের ধন্যবাদ

বিনোদন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ২ নভেম্বর ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুম উদ্বোধনের কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। তবে বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে একদল মানুষ অভিনেত্রীকে দিয়ে শোরুম উদ্বোধন করানোর খবরে নিন্দা ও প্রতিবাদ জানান। ফলে চট্টগ্রাম গিয়েও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি অভিনেত্রী। পরে তাকে ছাড়াই উদ্বোধন হয়।
এর আগে শনিবার মধ্যরাতে ঢাকায় ফিরে এক ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়টি নিয়ে কথা বলেন মেহজাবীন। জানান, ঢাকায় ফিরেছেন তিনি।
পোস্টে মেহজাবীন লিখেছেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’
এরপর চট্টগ্রামে শোরুম উদ্বোধন নিয়ে আরও লিখেছেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।এর আগে চট্টগ্রামে পৌঁছেই ভেরিফায়েড ফেসবুকে পেজে মেহজাবীন লিখেছিলেন, ‘অনলি চিটাগাইঙ্গাস ক্যান রিলেট


সংবাদটি শেয়ার করুন....