ঢাকামঙ্গলবার , ৭ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

পুঁজিবাজার কেলেঙ্কারির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগ কর্মীদের হামলা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৩ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজার কেলেঙ্কারির মূল হোতাদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ স্টক মার্কেট ইনভেস্টরস এ্যাসোসিয়েশন।

এই আন্দোলনের অংশ হিসেবে এ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য আজ বৈরাগী বাজার এলাকায় লিফলেট বিতরণ করছিল। তাদের লক্ষ্য ছিল সাধারণ বিনিয়োগকারীদের সচেতন করা এবং কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লিফলেট বিতরণের সময় হঠাৎ আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে এসে হাজির হয়। তারা তাদের দলীয় স্লোগান “জয় বাংলা” ধ্বনি দিয়ে লিফলেট বিতরণকারীদের উপর আক্রমণ শুরু করে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে, তারা “সরকার বিরোধী” এবং “উন্নয়ন বিরোধী”। তাদের আক্রমণের সময় তারা লিফলেটগুলো কেড়ে নেয় এবং এ্যাসোসিয়েশনের সদস্যদের উপর নির্দয়ভাবে হামলা চালায়।

ওই হামলায় ১০-১২ জন সন্ত্রাসী জড়িত ছিল, যাদের মধ্যে রুহেল আহমেদ, জাকির আহমেদ এবং দেলোয়ার হোসেন অন্যতম বলে জানা গেছে। এরা স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম পল্লবের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।


সংবাদটি শেয়ার করুন....