ঢাকারবিবার , ২৬ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আওয়ামীলীগ নেতাদের দৌরাত্ম্য: প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৬, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আওয়ামীলীগের স্থানীয় নেতা সাইদুল করিম মিন্টু, আবদুল হেকিম, এবং যুবলীগের সংগঠক ফয়সাল ফকির ও জায়েদুল সহ অন্যান্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। এদের অপরাধ কর্মকাণ্ডের কারণে এলাকাটি আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মার্চের শুরুতে, একজন স্থানীয় ব্যক্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এর পরপরই, মিন্টু ও হেকিমের নেতৃত্বে সন্ত্রাসী চক্র পরিবারের ওপর চাপ বাড়াতে থাকে। মার্চ ১৮ তারিখে, এই দলের সহিংস আচরণের শিকার হয় তাদের বাড়ি ও প্রতিবেশীর বাড়ি, যেখানে সন্ত্রাসীরা বাড়ি ঘর ভাঙচুর ও নিরাপত্তা প্রদানের নামে চাঁদা দাবি করে। স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে তারা কোনো অভিযোগ করতে সাহস পাননি।

মার্চ ২৬ রাতে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে, ওই পরিবারের সদস্যদের উপর একদল সন্ত্রাসী আক্রমণ করে এবং বেধড়ক মারধর করে। স্থানীয় জনসাধারণের হস্তক্ষেপে হামলা থেকে সাময়িক রক্ষা পেলেও, তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে, এটি ছিল কেবল একটি ‘সতর্কবার্তা’। এই ঘটনার পর পুলিশে গোপনীয়তার সাথে অভিযোগ দায়ের করলে, সেটি আসামীদের কাছে ফাঁস হয়ে যায়। এর ফলে পরিবারের নিরাপত্তা নিয়ে আরও শঙ্কা বেড়ে যায়।

এ পরিস্থিতিতে পরিবারের সদস্যরা জানান, তাদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতার অভাব এবং অপরাধীদের সাথে তাদের সংশ্লিষ্টতা থাকার কারণে তারা কোনো নিরাপত্তা পাবেন বলে আশা করতে পারছেন না।


সংবাদটি শেয়ার করুন....