ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উৎসব
  5. ঐতিহ্য
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. পরিবেশ

শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

গত জুলাই–আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষে এ আবেদন করা হয়। এর আগে গত ১০ ডিসেম্বর অভিনেত্রী শমী কায়সারকে ৩ মাসের জামিন দেন হাইকোর্ট।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তখন ইশতিয়াকের পেটে গুলি লাগে। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ নিজেই বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। মামলায় শমী কায়সার ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি। এরপর ৫ নভেম্বর শমী কায়সারকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।


সংবাদটি শেয়ার করুন....